ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কলাবাগান মাঠে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
কলাবাগান মাঠে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন আ. লীগ নেতাকর্মীরা ছবি: জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে জনসভায় আসছেন তারা।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে।

জনসভা শুরুর আগে দুপুর থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসে। মিছিলে নারী-পুরুষ উভয়ের অংশগ্রহণ রয়েছে চোখে পড়ার মতো।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচনী জনসভার অনুমতি দেন। এর আগে দলের পক্ষ থেকে সমাবেশের অনুমিতি চেয়ে আবেদন করা হয়।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভার বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ১ জানুয়ারি রাজধানীতে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন বিকেল ৩টায় মোহাম্মদপুরের শারীরিক চর্চাকেন্দ্র মাঠে এ জনসভা হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে স্থান পরিবর্তন করে কলাবাগান নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এইচএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।