ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

নীলফামারী: নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চাওয়ায় ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোমিনুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  মোমিনুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোমিনুর রহমান গত ৩০ ডিসেম্বর বিকেলে বামুনিয়া ইউনিয়নে অনুষ্ঠিত সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হলে ১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।