ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা শরিফুল আলমের বাসভবনে মঈন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
বিএনপি নেতা শরিফুল আলমের বাসভবনে মঈন

ঢাকা: সদ্য কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরিফুল আলমের বাসায় তার খোঁজখবর নিতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শরিফুল আলমের উত্তরার বাসায় যান মঈন খান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সদ্য কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। সেই ধারাবাহিকতায় ড. আব্দুল মঈন খান শরিফুল আলমের বাসায় গিয়ে তার সার্বিক খোঁজ খবর নেন।

এর আগে জামিন মেলায় গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তি পান বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।