ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: বর্ণাঢ্য র‌্যালি, পায়রা ওড়ানো এবং কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় ছাত্র সমাজের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সংগঠনটি।

 

পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্র সমাজের নেতারা। পরে আন্দনঘন পরিবেশে কেক কাটা হয়। এরপর হয় আলোচনা সভা।

ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।