ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

রাজনীতি

যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ১১, ২০২৪
যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ঢাকা: খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।  

শনিবার (১১ মে) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশটি শুরু হবে।

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।

শুক্রবার (১০ মে) বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সবার মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতারা বক্তব্যে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ১১, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।