ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভারতকে বাংলাদেশের সম্প্রীতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান হেফাজত নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
ভারতকে বাংলাদেশের সম্প্রীতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান হেফাজত নেতার

ব্রাহ্মণবাড়িয়া: গুজব না ছড়িয়ে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।  

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

হেফাজতের এ নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের কোনো হামলা হতে দেওয়া হবে না। আমাদের নেতারা জেলার সর্বত্র এ নিয়ে কাজ কাজ করে যাচ্ছেন। ’

হেফাজত ইসলামের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে নির্যাতন ও মামলার শিকার হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় হেফাজত ইসলামের নায়েবে আমির মুফতি মুবারক উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।  

সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল বুধবার (১৪ আগস্ট) হেফাজত ইসলামের গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এ সময়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।