ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে ছাত্রলীগ নেত্রীকে কানধরে ওঠবস করালেন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
মানিকগঞ্জে ছাত্রলীগ নেত্রীকে কানধরে ওঠবস করালেন শিক্ষার্থীরা

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে পড়ুয়া জেরিন বিশ্বাস নামে এক ছাত্রলীগ নেত্রীকে চাঁদাবাজির অপরাধে সাধারণ শিক্ষার্থীরা কানধরে ওঠবস করিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জেলার বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এ ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

জেরিন বিশ্বাস সরকারি দেবেন্দ্র কলেজে অনার্স (বিএসএস) এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগের ছাত্র বিষয়ক সম্পাদক।  

জানা যায়, গত বুধবার (১৪ আগস্ট) দুপুরে কলেজের হোস্টেলে এসে কয়েক জন ছাত্রীর কাছে ১৫ আগস্টের শোক দিবসের কথা বলে ১০০ টাকা চাঁদা ও ওয়াইফাই বিল দাবি করে জেরিন বিশ্বাস। এ ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা কলেজ হোস্টেল থেকে আটক করে। পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে নিজের অপরাধ স্বীকার করেন জেরিন। পরে জেরিনকে ১০ বার কান ধরে ওঠবস করিয়ে করিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, জেরিন বিশ্বাসের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।