ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জ: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এলাকায় এ বিক্ষোভ করা হয়।

 

এরআগে সকাল থেকে  ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের ডাচ বাংলা পয়েন্ট এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মী।  

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্ব অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।