বরিশাল: আওয়ামী লীগ নেতার হামলা, নির্যাতন ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক বিএনপি নেতা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দবদবিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিমন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময় আমি ৬-৭টি রাজনৈতিক মামলা খেয়েছি। আমার বাড়িতে গুলি করেছে। ৫ আগস্ট সরকার পতনের পর আবারও দবদবিয়া ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম বাদল খন্দকার ও তার ভাই খন্দকার মোস্তাক আহম্মেদ মিন্টুসহ আরও সন্ত্রাসীরা আমার পোস্টার ছিড়ে ফেলেছে। আমাকে হত্যার পরিকল্পনা করেছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তারপরও আমাকে নাজেহাল করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে ওইসব সন্ত্রাসীদের বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর শিকদার, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সরোয়ার হাওলাদার ও সজিব খন্দকারসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর, ০৭, ২০২৪
এমএস/জেএইচ