ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হরিরামপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
হরিরামপুরে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

মানিকগঞ্জ: ২০২২ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে আন্ধারমানিক এলাকায় হামলা, ভাঙচুরের মামলায় আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান।

 

আটক ব্যক্তিরা হলেন হরিরামপুর উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল বাশার সবুজ, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারেজ গায়েন, আওয়ামী লীগ কর্মী মতিউর রহমান ও নিত্য সরকার।

জানা যায়, ২০২২ সালের ৩০ মে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান হয় হরিরামপুরের আন্ধারমানিক এলাকার সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর বাসভবনে। ওই অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয় সাবেক এমপি মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ ৮৬ জনকে।

হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, ২০২২ সালের হামলা ও ভাঙচুরের ঘটনায় ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে চারজনকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।