ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আত্মগোপনে থাকা দুই কাউন্সিলরসহ গ্রেপ্তার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
আত্মগোপনে থাকা দুই কাউন্সিলরসহ গ্রেপ্তার ৫

বরিশাল: পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা জেলার গৌরনদী পৌরসভার দুইজন কাউন্সিলরসহ ছাত্র ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে তারা নিজ নিজ এলাকা ছেড়ে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারি, পৌর যুবলীগের সদস্য এইচএম টিপু ও সাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের গৌরনদী থানায় আনার পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা সবাই গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের অনুসারী।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।