ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যারাই অপরাধ করবে দলের নেতাকর্মী হলেও ছাড় পাবে না: নয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
যারাই অপরাধ করবে দলের নেতাকর্মী হলেও ছাড় পাবে না: নয়ন

ময়মনসিংহ: যারাই অপরাধ করবে দলের নেতাকর্মী হলেও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।  

তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

 

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঈশ্বরগঞ্জ বাজার ও গৌরীপুর উপজেলায় কলতাপাড়া বাজারে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অপরাধ করছে না মানুষকে আক্রমণ করছে না তাদেরকে হয়রানি করা বিএনপি সর্মথন করে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।

নয়ন বলেন, দেশে-বিদেশে এখনো বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।  আওয়ামী লীগ ১৭ বছর পরিকল্পিতভাবে দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র।  

তিনি আরও বলেন, ২০২৪ সালে জনগণ আরেকটা অভ্যুত্থান দেখেছে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো রয়েছে। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবো।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে নয়ন বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।  

এসময় ময়মনসিংহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।