ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে আন্দোলনে হামলা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
রংপুরে আন্দোলনে হামলা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

রংপুর: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিএনপি অফিসে ভাঙচুর মামলায় লিয়াকত আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

শুক্রবার ( ২৪ জানুয়ারি) সকালে গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের মতলেব বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে গত নভেম্বরে গঙ্গাচড়া মডেল থানায় উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল বাবু গঙ্গাচড়া থানায় একটি মামলা করেন। লিয়াকত আলী এ মামলার এজাহারভুক্ত আসামি।

ওই মামলায় গঙ্গাচড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির বহিষ্কৃত মহাসচিব মসিউর রহমান (রাঙ্গা), সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রুহুল আমিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪০ জনকে আসামি করা হয়।

এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ২৫০-২৬০ জনকে। এছাড়া তাদের বিরুদ্ধে ছিনতাই, লুটপাট ও হয়রানির অভিযোগ রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান। তিনি বলেন, গজঘণ্টা ইউপির চেয়ারম্যান লিয়াকত আলীর বিরুদ্ধে বিএনপি অফিসে ভাংচুর ওবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছিল। এছাড়াও মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ও হত্যার আরেকটি হত্যা মামলা রয়েছে। এ দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।