ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় উঠবেন খালেদা জিয়া  খালেদা জিয়া ও তারেক রহমান (ফাইল ফটো)

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৭ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর লন্ডন ক্লিনিকের কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠছেন।  

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান।

 

তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে, রিপোর্টগুলো এলে হাসপাতাল থেকে ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার। এখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেন, কারণ কিছু কিছু রিপোর্টের জন্য গতকালও একজন চিকিৎসক দেখে পরীক্ষা করানোর জন্য দিয়েছিলেন যেগুলো আজ করা হচ্ছে। সেগুলো যদি করানো শেষ হয় সব ঠিক থাকে তাহলে হয়ত সন্ধ্যায় ছুটি হওয়ার সম্ভাবনা আছে।

ডা. জাহিদ বলেন, ‘তবে ছুটি পেলেও উনি সার্বক্ষণিক প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস… এই দুজনের সার্বিক তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন থাকবেন এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড আছে তারাও থাকবেন। অর্থাৎ ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে।

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে পরদিন যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

খালেদা জিয়ার সুচিকিৎসা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ।   

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।