ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলা: সাতক্ষীরায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
হত্যা মামলা: সাতক্ষীরায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার তানভীর হোসাইন সুজন ও শেখ এহসান হাবিব অয়ন (সংগৃহীত ফাইল ছবি)

সাতক্ষীরা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক দুই নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে জেলা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন।

দুজনের মধ্যে সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুজন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে অয়ন দায়িত্বরত রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ওই দুজনকে জেলা সদরের ঝাউডাঙ্গা বাজারের হাফিজুর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।