ঢাকা, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ শাবান ১৪৪৬

রাজনীতি

পাকুন্দিয়ায় কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
পাকুন্দিয়ায় কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় চণ্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে চেয়ার ভাঙচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং তিনজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোবারক হোসেন জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।