ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

রাজনীতি

‘একুশের চেতনায় অনুপ্রাণিত হয়েই হাসিনার পতন ঘটায় ছাত্র-জনতা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
‘একুশের চেতনায় অনুপ্রাণিত হয়েই হাসিনার পতন ঘটায় ছাত্র-জনতা’ ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ মিনার বেদীতে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একুশের চেতনায় অনুপ্রাণিত হয়ে শত অত্যাচার-নির্যাতনে পিছু না হটে ছাত্র-জনতা তীব্র আন্দোলন গড়ে তোলে। সেই গণআন্দোলনের মধ্য দিয়ে বিশ্বের নিষ্ঠুর ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতন ঘটে।

দীর্ঘ ১৫ বছরের দুঃশাসনের অবসান ঘটে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা বিএনপি আয়োজিত প্রভাতফেরিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, একুশ আমাদের গর্ব, একুশ আমাদের অহংকার। বায়ান্নর এই দিনে বাংলা মায়ের দামাল সন্তানরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবনোৎসর্গ করে সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। একুশের মূল চেতনাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো।  

শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপানের সামনে থেকে ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে জেলা বিএনপির প্রভাতফেরিতে দল ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশ নেন। এ সময় জাসাসের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। প্রভাতফেরি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইবি রোডে জেলার প্রথম শহীদ মিনারে শেষ হয়। পরে ইকবাল হাসান মাহমুদ টুকু শহীদ মিনার বেদীতে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, ইমরুল কায়েস প্রেম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ  বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।  

সকাল ৯টায় পৌর ভাসানী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুসহ নেতারা। আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।