ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

রাজনীতি

নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বিএনপিকর্মীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বিএনপিকর্মীর

রাজশাহী: নেতাকে বরণ করা নিয়ে জড়িয়ে পড়া সংঘর্ষে গণিউল ইসলাম গণি নামে এক বিএনপিকর্মী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তখন আহত হয়েছিলেন গণি।

বুধবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে গণির মৃত্যু হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গণিউল ইসলাম তানোরের পাঁচন্দর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক আব্দুল মোমিনের ভাই। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিপক্ষ মোমিন গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনার সময় তিনি আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তিনি আসার আগে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করে নিতে দুই গ্রুপের নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন। তখন মোমিন গ্রুপের পক্ষ থেকে তারা প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেন মুজিবুর গ্রুপের নেতাকর্মীরা। এ সময় দলটির দুই গ্রুপের নেতাকর্মীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে গণিউল ইসলাম গণি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, গণিউল ইসলামের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ছিল। তাই তাকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মঙ্গলবার ইফতারের সময় সংঘর্ষের ঘটনার সূত্রপাত কি নিয়ে তা বলতে পারব না। গণিউলের মৃত্যুর খবর শুনেছি। তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। তারা মামলা করলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।