ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
বরিশালে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত বিএনপির লোগো।

বরিশাল: বালুমহালের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের ১১ নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র।
 
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

 
 
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা গেছে, পদ স্থগিত হওয়া নেতাদের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ি, বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবদল কর্মী নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, আলেকান্দা খান সড়ক এলাকার বেলায়েত, বরিশাল সদরের ইছাকাঠি এলাকার রুবেল ও গণপাড়া এলাকার জাহিদ।  
 
এদিকে একইদিন জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব মো. কামরুল আহসানের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।  
 
জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদা) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সদস্য পদ স্থগিতের ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।
 
এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
উল্লেখ্য, সেনা সদস্যকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলায় বহিষ্কৃতরা সবাই নামাধারী আসামি।

সেনা সদস্য অপহরণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।