ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগের প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
ওই পোস্টে একটি জাতীয় দৈনিকের সঙ্গে নিজের সাক্ষাৎকারের একটি অংশ তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির অবস্থান কী? এছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগের কথা শোনা যাচ্ছে, এ সংক্রান্ত প্রশ্নে মির্জা ফখরুল বলেন, একটা পত্রিকায় দেখলাম নতুন যে দলটি (এনসিপি) হয়েছে তাদের একজন এ ইস্যুতে ইতোমধ্যে পদত্যাগও করেছেন। আমাদের দলের মধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খবর আমার কাছে নেই। একটা কথা সবার বিশ্বাস রাখা দরকার, যারা দেশের মানুষকে হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। বিচারের আগে কীভাবে ফিরে আসবে, এটা আমার বোধগম্য নয়।
তিনি আরও বলেন, তবে আমরা এই কথা বলে আসছি যে, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না-জনগণ এর সিদ্ধান্ত নেবে। জনগণকে এ সিদ্ধান্ত দিতে হবে।
বিএনপি মহাসচিব তার পোস্টে উল্লেখ করেন, বিএনপি গত ১৫ বছরে শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির প্রধান শেখ হাসিনা। তার আগে-পরে বিদেশে পালান দলটির অন্য নেতা-কর্মীরাও।
৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনাসহ অভিযুক্তদের বিচারের কথা বলে আসছে। জাতিসংঘের হিসাব মতে, জুলাই অভ্যুত্থানকালে এক হাজার চার শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার আন্দোলনকারী।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যরা দীর্ঘদিন ধরে গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে। তবে এর মধ্যে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে। এ নিয়ে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একাধিক পোস্টও দিয়েছেন। যদিও বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলোও বলছে, বিচারের আগে দেশের রাজনীতিতে ফেরার সুযোগ নেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরআইএস