ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারা দেশে যুবশক্তির ‘বাংলা ব্লকেড’

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ শহর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।  

বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালগঞ্জের পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় যুবশক্তি।  

তিনি বলেন, কর্মসূচির ডাক দিয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।  

জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব শাওন মাহফুজ বলেছেন, অনির্দিষ্টকালের জন্য বাংলা ব্লকেড কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্লকেড চলবে।

এর আগে দুপুরে গোপালগঞ্জ জেলা শহরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ-ছাত্রলী‌গ। আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গু‌লি ছুড়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।   

বর্তমানে এন‌সি‌পির নেতারা পু‌লিশ সুপা‌রের কার্যাল‌য়ে অবস্থান করছেন।  

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।