ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ভাষাসৈনিক আহমদ রফিক চিরস্মরণীয় হয়ে থাকবেন: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, অক্টোবর ৪, ২০২৫
ভাষাসৈনিক আহমদ রফিক চিরস্মরণীয় হয়ে থাকবেন: মির্জা ফখরুল ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ঢাকা: মাতৃভাষার মর্যাদা রক্ষায় আজীবন সংগ্রামী ভাষাসৈনিক আহমদ রফিক বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শুক্রবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এ কথা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আহমদ রফিক ছিলেন মহান ভাষা আন্দোলনের এক বীর সেনানী। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে তার অবদান অনন্য। ব্যক্তি জীবনে তিনি একজন চিকিৎসক হলেও, সাহিত্য ও সংস্কৃতির নানা সেক্টরে তার অসামান্য অবদান জাতিকে সমৃদ্ধ করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, আহমদ রফিকের কর্মময় জীবন দেশের মানুষকে সবসময় প্রেরণা জোগাবে। সদ্য প্রয়াত এ ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমদ রফিক। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

এসবিডব্লিউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।