ঢাকা, শুক্রবার, ২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

রাজনীতি

এরশাদ-সুজাতা ৪০ মিনিট বৈঠক

সেরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৩
এরশাদ-সুজাতা ৪০ মিনিট বৈঠক

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ৪০ মিনিট বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং।

বুধবার বিকেল ৪টায় বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে পৌঁছেন ভারতের পররাষ্ট্রসচিব।

সেখানেই ৪টা ৫ মিনিটে তাদের বৈঠকটি শুরু হয়। ৪টা ৪৫ মিনিটে বৈঠক করে বের হয়ে যান সুজাতা সিং।

সুজাতার সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণও ছিলেন।

এদিকে এরশাদের তলবে সাড়া দিয়ে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট পার্কের সামনে। রয়েছেন নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির দুই মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ দলের সিনিয়র নেতারাও। সেখানে কিছুক্ষণের মধ্যে নেতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে এরশাদের।

তবে সুজাতার সঙ্গে এরশাদের বৈঠকের কোনো ব্রিফিং এই খবর লেখা পর্যন্ত হয়নি।

প্রসঙ্গত, দু’দিনের ঢাকা সফরে বুধাবার সকালে ঢাকা পৌঁছেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। এরই মধ্যে তিনি নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।

বাংলাদেশ সময় ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।