নোয়াখালী: বিএনপির ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটক নেতাকর্মীদের মধ্যে বিএনপির আটজন ও জামায়াতের দু’জন রয়েছে।
পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪