ঢাকা: রাজধানীর বেইলি রোডে হরতাল সমর্থনে মিছিল করেছে ঢাকা মহানগর বিএনপি।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ মিছিল বের করা হয়।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন নেতাকর্মীরা।
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২৯ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময় : ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪