ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: ২০ দলের ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নাশকতার আশঙ্কায় চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর থেকে থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে ছয়জন বিএনপির ও দু’জন জামায়াতের কর্মী।
আটক ব্যক্তিদের মধ্যে দু’জনকে সদর থানা থেকে, তিনজন হাজীগঞ্জ, দু’জন শাহরাস্তি ও একজনকে ফরিদগঞ্জ থানা থেকে আটক করা হয়।

এদিকে, সকাল সোয়া ৯টা পর্যন্ত হরতালের পক্ষে বিপক্ষে চাঁদপুরের কোথাও মিছিল-মিটিং কিংবা পিকেটিং হয়নি বলে জানা গেছে।

জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে ছোট ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বাংলানিউজকে জানান, হরতালে নাশকতার আশঙ্কায় আটজনকে আটক করা হয়েছে। হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।