ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সিলেটে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

সিলেট: গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে সিলেটে পৃথক ঝটিকা মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় তারা সড়কে অবরোধ ও ককটেল বিষ্ফোরণ ঘটায়।



সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় নগরীর কাজিটুলা এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের নেতৃত্বে লোহারপাড়া গলির মুখ থেকে বের হওয়া মিছিলটি রকিব শাহ মাজার রোডে গিয়ে শেষ হয়।

এ সময় তারা সেখানে ৫টি ককটেলের বিস্ফারণ ঘটিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঠিক একই সময়ে একই স্থান থেকে ঝটিকা মিছিল বের করে করে ছাত্রশিবির। তারা কাজিটুলাস্থ সিসিক কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিবের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় ইট ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিল শেষে উভয়পক্ষই দ্রুত স্থান ত্যাগ করে।

এদিকে মিছিলকারীরা চলে যাওয়ার পনের মিনিট পর সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার (এসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে রাস্তায় ফেলে যাওয়া ইটগুলো সরিয়ে দেন।

তীব্র কুয়াশার কারণে রাস্তা-ঘাট এমনিতেই ফাঁকা রয়েছে। হরতালের সকাল শুরু হয়েছে কোনো ধরনের পিকেটিং ছাড়াই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা মাঠে নামবেন বলে হরতালকারীদের বিভিন্ন সূত্র দাবি করেছেন।

ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ হালকা দু’একটি যানবাহন চলাচল করতে দেখা যায়। নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।

এদিকে সব ধরনের নাশকতা এড়াতে সিলেট নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়িযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি উপজেলায় পুলিশের টইল জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে হরতালের সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।