ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের পাশ থেকে দুই সন্দেহভাজন পথচারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মহিউদ্দিন কাউসার ও মো. রতন।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে তাদের আটক করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বাংলানিউজকে বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২৯ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময় : ০৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪