ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে বাসে আগুন, ১২ ঘণ্টায় আটক ৩৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
গাজীপুরে বাসে আগুন, ১২ ঘণ্টায় আটক ৩৮

গাজীপুর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সকালে গাজীপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে পিকেটাররা। বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছেন বিএনপি-জামায়াত।



স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) হরতালের শুরুতে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন চৌধুরী বাড়ি এলাকায় ঢাকাগামী ২৭ নম্বর পরিবহনের একটি বাসে যাত্রী বেশে উঠে আগুন দেয় কয়েকজন দুর্বৃত্ত। তবে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে বাসের যাত্রী ও স্থানীয় জনতা। এতে বাসের কিছু অংশ পুড়ে যায়।

সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তার কাপাসিয়া ট্রাক স্ট্যান্ডের সামনে মিছিল বের করে ২০ দলীয় জোট। সংবাদ পেয়ে পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল সোয়া ৮টার দিকে বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায়
হরতালের পক্ষে একটি মিছিল বের করে জামায়াত।

এছাড়া সারা জেলায় হরতালের তেমন কোনো প্রভাব নেই। হরতাল চলাকালে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারা জেলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে হয়েছে।

এর আগে নাশকতা চেষ্টার অভিযোগে গত ১২ ঘণ্টায় সারা জেলায় বিএনপি জোটের ৩৮ জন নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন জানান, জয়দেবপুর থানা এলাকা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) ইসমাইল হোসেন জানান, টঙ্গী থানা এলাকা থেকে নাশকতা চেষ্টার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাকি ৪ থানায় কেউ আটক হয়নি বলেও জানায় সংশ্লিষ্ট থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।