মেহেরপুর: নাশকতার আশঙ্কায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের চার কর্মী-সমর্থককে আটক করেছে গাংনী থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময় পৃথকভাবে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-উপজেলার সিন্দুরকৌটা গ্রামের আব্দুল করিমের ছেলে মহিবুল ইসলাম (৪৫), হোগলবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে নাজমুল হুদা (৩৫), হিন্দা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে আমানুল্লাহ (৫০) ও সাহেবনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মাইক্রোবাস চালক আশিক (২৭)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি জামায়াতের এই কর্মী-সমর্থকদের আটক করা হয়।
তবে মাইক্রোবাস চালক আশিককে রোববার রাত সাড়ে ৮টার সময় বামুন্দী ও দেবীপুর মাঠের মধ্যে থেকে আটক করা হয়। এসময় মাইক্রেবাসের মধ্যে থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।
এদিকে, আটক নাজমুল হুদা জানান, তার বিরুদ্ধে ফেনসিডিল মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এছাড়া মহিবুল ইসলাম ও আমানুল্লাহ নিজেদের কৃষক বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪