ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াত-শিবিরের ৮ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সাতক্ষীরায় বিএনপি-জামায়াত-শিবিরের ৮ কর্মী আটক

সাতক্ষীরা: নাশকতার আশঙ্কায় পুলিশ জেলাব্যাপী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় একজন, পৌর এলাকায় দুইজন, কলারোয়ায় একজন, কালিগঞ্জে একজন, আশাশুনিতে দুইজন ও দেবহাটা থানা পুলিশ একজনকে আটক করেছে। এদের মধ্যে সদর উপজেলার কাশেমপুর গ্রামের জামায়াত কর্মী ইমান আলী ও পৌর এলাকার আকরাম হোসেন ও হোসেন মোল্যার নাম জানা গেছে।

এদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে সাতক্ষীরার জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। জেলার কোথাও হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল বা সমাবেশের খবর পাওয়া যায়নি।

হরতালের কারণে ঢাকাগামী পরিবহন ও স্থানীয় বিভিন্ন রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকলেও ট্রাক-পিকআপসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক নিয়মেই খুলেছে দোকান-পাট। ভোমরা বন্দরেও চলছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা এড়াতে পুলিশ সর্তক অবস্থায় আছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।