ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালকে অবৈধ উল্লেখ করে হরতালবিরোধী মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।



মিছিলে হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দেয় ছাত্রলীগ কর্মীরা। এ মিছিলে নেতৃত্ব দেন মহানগর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা।

হরতাল বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার ও পোষ্টার নিয়ে মিছিলটি জিরো পয়েন্ট, পল্টন, প্রেসক্লাব ও হাইকার্ট মোড় প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে শেষ হয়।
 
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বিএনপি-জামায়াতের ২০ দলীয় জোট।
 
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।