ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকাসহ সারাদেশের মানুষ হরতাল বিএনপির নেতৃত্বাধীন হরতাল প্রত্যাখ্যান করেছে। জনজীবন স্বাভাবিক রয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর জিরোপয়েন্ট এলাকায় খদ্দের মার্কেটের সামনে হরতাল বিরোধী এক সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত জোটের কর্মীরা আর রাজনৈতিক কর্মী নয় দুষ্কৃতিকারী। খালেদা জিয়া দুষ্কৃতিকারীদের নেত্রী। পেট্রলবোমা নিক্ষেপ কোনো রাজনৈতিক কর্মীর কাজ নয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪