ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা-ধাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
ময়মনসিংহে ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া পাল্টা-ধাওয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ অভিযোগ করে বলেন, ময়মনসিংহ শহর ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের শিববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতালবিরোধী মিছিল বের করে। এসময় তারা ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পরে ছাত্রলীগ শহরের নতুন বাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এসে আরো ১০/১২টি ককটেলের বিস্ফোরণ ঘটালে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে উভয় দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। কিন্তু বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয় বলেও জানান আবু ওয়াহাব আকন্দ।

ধাওয়া পাল্টাধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শহরের কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ভূত পরিস্থিতি এড়াতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান আব্দুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।