ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কুমিল্লায় ছাত্রদল-পুলিশ সংঘর্ষে আহত ৫

কুমিল্লা: ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের লাঠিচার্জে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।



এদিকে, ঘটনাস্থল থেকে পুলিশ রেজাউল নামে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে।
 
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটক মো. রেজাউল (৩৫) চান্দিনা উপজেলার বাতাগাছি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বাংলানিউজকে বলেন, আমরা মহাসড়কে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। এসময়  পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে পাঁচ নেতাকর্মী আহত হয়। এছাড়াও ওই স্থান থেকে একজনকে আটক করে তারা।
 
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম বাংলানিউজকে জানান, ছাত্রদলের কেউ আহত হয়েছে কিনা জানিনা। তবে একজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।