ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুরে নিরুত্তাপ হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
রংপুরে নিরুত্তাপ হরতাল

রংপুর: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি রংপুরে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও, আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করছে।

সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা স্বাভাবিকভাবে চলাচল করে। স্কুল কলেজসহ বিভিন্ন অফিস-আদালত খোলা রয়েছে। এদিন নগরীতে ব্যাংক-বীমা অফিস খোলা থাকলেও লেনদেন কম হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর স্টেশন থেকে ৫টি ট্রেন ছেড়ে গেছে বলে জানান রেল কর্মকর্তা আবু সালেক।

সকাল ১১টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকার দোকানপাট খুলতে শুরু করে। এর আগে হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে জেলা বিএনপি একটি মিছিল বের করে। এছাড়া নগরীর কোথাও কাউকে পিকেটিং করতে দেখা য়ায়নি।

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীতে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।