ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বেনাপোল ও শার্শায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
বেনাপোল ও শার্শায় জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): ২০ দলের ডাকা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় যশোরের বেনাপোল ও শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন, উপজেলার নাভারণ গাতিপাড়া গ্রামের মসজিদের ইমাম ও জামায়াত নেতা জামিনুর রহমান (৫০), জামায়াত নেতা শহিদুল ইসলাম (৫৫) ও বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে বিএনপি কর্মী  জুলু (৩৫)।

পুলিশ জানায়, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় সোমবার ভোরে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুরানো মামলায় আটক দেখিয়ে দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান ও বেনাপোল পোর্ট থানার কর্মকর্তা (তদন্ত/ওসি) রফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।