ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নড়াইলে ট্রাক ভাঙচুর, বিএনপি-জামায়াতের ১২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
নড়াইলে ট্রাক ভাঙচুর, বিএনপি-জামায়াতের ১২ কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলের গোপালপুর বাজারে একটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে এ ভাঙচুরের ঘটনা ঘটে।



সকালে ছাত্রদলের কর্মীরা হরতালের সমর্থনে রূপগঞ্জ বাজারে একটি ঝটিকা মিছিল বের করে । পরে ১১টার দিকে পিকেটাররা গোপালপুর বাজারে একটি পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮৫০৮২) ভাঙচুর করে।

হরতোলের কারণে জেলায় দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলছে।

এদিকে, হরতালে নাশকতার আশঙ্কায় জেলার  বিভিন্ন স্থান থেকে জামায়াতের এক কর্মী  ও বিএনপির ১১ কর্মী-সমর্থককে  আটক করেছে পুলিশ।
নড়াইল  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।