ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রোকেয়া ফাউন্ডেশন আয়োজিত মহান বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।



সতীশ চন্দ্র রায় বলেন, আমরা বেঈমান বাঙালি! কারণ আমরাই জাতির জনককে হত্যা করেছি। বেঈমান বাঙালি খন্দকার মোশতাক আহমদই বঙ্গবন্ধুকে হত্যা করে। অথচ তিনি ছিলেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী ও বঙ্গবন্ধুর সহচর।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, মানুষ কীভাবে আপন হয়ে ষড়যন্ত্র করে মানুষকে হত্যা করে তার বড় প্রমাণ খন্দকার মোশতাক। বঙ্গবন্ধুর বাবা মারা যাওয়ার সময় খন্দকার মোশতাক অনেক কান্নাকাটি করেন। যা বঙ্গবন্ধুও করেন নি। অথচ এই বেঈমান মোশতাকই বঙ্গবন্ধুকে হত্যা করেন।

রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জেড হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম মো. আহসান‍ুল হক চৌধুরী, রোকেয়া ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তারাপদ নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪, আপডেট: ১৬ ৪২ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।