ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হরতাল সমর্থনে মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
গাজীপুরে হরতাল সমর্থনে মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: হরতাল সমর্থনে ২০ দলীয় জোট নেতাকর্মীরা গাজীপুর জেলার বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে মিছিল-সমাবেশ করেছে।

এছাড়া জোট কর্মীরা টঙ্গীতে যানবাহন ও দোকানপাট ভাঙচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সোমবার (২৯ ডিসেম্বর) টঙ্গীর চেরাগ আলী মার্কেটের সামনে ২০ দলীয় জোট একটি মিছিল বের করে। এসময় তারা যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুঁড়ে ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

টঙ্গীর সুরতরঙ্গ রোড এলাকায়ও মিছিল করেছে বিএনপি-জামায়াত কর্মীরা।

গাজীপুর জেলা শহরের কাজী আজিমুদ্দিন কলেজ থেকে মহানগর ও জেলা ছাত্রদলের নেতা নুরে আলমের নেতৃত্বে হরতালের পক্ষে একটি মিছিল হয়। মিছিলটি মহিলা কলেজের সামনে এসে শেষ হয়।

এছাড়া ভোগড়া, কোনাবাড়ি, তেলিপাড়া, সাইনবোর্ড, ও দিঘীরচালা এলাকায় হরতালের পক্ষে মিছিল-সমাবেশ হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।