ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলকর্মীকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
ছাত্রদলকর্মীকে কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত ছবি: প্রতীকী

ঢাকা: হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে ছাত্রদলকর্মীকে পনেরোদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আরা ছাত্রদলকর্মী আকাশ আহমেদ রানাকে এ দণ্ডাদেশ দেন।



এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলকর্মীরা পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, আটক ছাত্রদলকর্মীকে নাশকতা চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পনেরোদিনের কারাদণ্ড দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।