ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
ময়মনসিংহে ঢিলেঢালা হরতাল

ময়মনসিংহ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল ময়মনসিংহে চলছে ঢিলেঢালাভাবে।

হরতাল চলাকালে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের নতুন বাজার মোড় এলাকায় বিএনপি-যুবদল-ছাত্রদলের সঙ্গে শহর ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি।



হরতাল সমর্থনে শহরের নতুন বাজার সংলগ্ন হরিকিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এখনো অবস্থান নিয়ে রয়েছেন দলীয় নেতা-কর্মীরা। তবে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সকাল থেকেই কোনো পিকেটিং তৎপরতা লক্ষ্য করা যায় নি।

তবে বন্ধ রয়েছে ময়মনসিংহ-ঢাকা রুটসহ বিভিন্ন মহাসড়কে দূরপাল্লার যান চলাচল। শহরে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশার দাপট রয়েছে লক্ষণীয়। স্বাভাবিক রয়েছে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বাংলানিউকে জানান, হরতাল জনজীবনে ন‍ূন্যতম প্রভাব ফেলেনি। বিচ্ছিন্নভাবে ময়মনসিংহ-ঢাকা রুটে দূরপাল্লার যানবাহন চলাচল করছে।
অফিস-দোকান-পাট খোলা রয়েছে।

যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।