ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিলেটে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সিলেটে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সিলেটে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে।

মিছিলটি নগরীর প্রধান প্র্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে কোর্ট পয়েন্টে মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন হয়েছিল বলেই আজ দেশে গণতন্ত্র আছে। যারা স্বৈরাচার লালন-পালন করেছে স্বৈরাচারের মদদে তারাই দেশকে পিছনের দিকে নিয়েছিলো।

বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো উল্লেখ করে বক্তারা আরো বলেন, বাংলার জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে জামায়াত-শিবিরকে দাঁতভাঙ্গা জবাব দিয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ।

মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবার (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।