ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
যশোরে ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা

যশোর: যশোর জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলুসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মশিউল ইসলাম।



মামলার অন্য আসামিরা হলেন-সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, আব্দুর রহমান, ইকবাল হোসেন, নাজমুল হুদা, সোহাগ হোসেন, শেখ সুমন, আমিনুর মেম্বার, রইস মাস্টার, জাফর আলী, শাখাওয়াত হোসেন, নুরুল ইসলাম, বাবলু হোসেন, আব্দুল জলিল গোলদার, শাকিল হোসেন, রিপন চৌধুরী, হারুন-অর রশিদ বাদশা, নেসার আহমেদ মুন্না, মোহাম্মদ শেফা, রানা, কামাল হোসেন, ডলার মাহমুদ, শফিয়ার রহমান, ফিরোজ খান, কাজী তৌফিক টনি, শহিদ বিশ্বাস, ইউসুফ বিশ্বাস, অনি আলম ও রফিকুল ইসলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে আসামিরা রূপদিয়া বাজারে হরতাল সমর্থনে মিছিলের নামে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ওই সময় বিএনপি নেতা ওলিয়ারসহ তিনজনকে আটক করে পুলিশ। পরে  তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাঁচটি হাত বোমা, ২৫টি লাঠি, দু’টি হাঁসুয়া, পাঁচটি লোহার রড ও বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়। এজন্য ওই তিনজনসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।