ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সারিয়াকান্দিতে যুবদল নেতাকে ছাত্রলীগের মারধর

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সারিয়াকান্দিতে যুবদল নেতাকে ছাত্রলীগের মারধর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়  হরতালবিরোধী মিছিল থেকে বিএনপি নেতার কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার থানা মোড়ে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হরতালবিরোধী মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি থানা মোড়ে আসলে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মাছুদুর রহমান হিরু মন্ডলের গণসংযোগ ক্যার্যালয়ে ভাঙচুর করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

কার্যালয়ের ভেতরে ব্যানার ও চেয়ার-টেবিল ভাঙচুরকালে সেখানে থাকা উপজেলা যুবদলের সভাপতি ইকবাল কবির পলাশকে বেদম মারধর করে তারা।

পরে গুরুতর আহত অবস্থায় যুবদল সভাপতি পলাশকে বগুড়া সদর হাসপাতালে পাঠানো হয়।

সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলাদুন নবী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ