ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় জামায়াতের ৭ নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
কুষ্টিয়ায় জামায়াতের ৭ নারী কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: নাশকতার আশঙ্কায় কুষ্টিয়ায় জামায়াতের সাত নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরতলীর বাড়াদী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- বাড়াদী এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ফেরদৌসী বেগম (৩৫), মেজবাহ উদ্দিনের স্ত্রী রানু খাতুন (২৮), মোতাহার হোসেনের স্ত্রী আকলিমা বেগম (৪০), বিল্লাল হোসেনের স্ত্রী আলেদা খাতুন (৩২), আসাদুলের স্ত্রী সিতা বেগম (৩০), শাওন বিশ্বাসের স্ত্রী মহো বিশ্বাস (২৯)।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান বাংলানিউজকে বলেন, নাশকতা সৃষ্টির উদ্দেশে ওই বাড়িতে জামায়াতের নারী কর্মীরা বৈঠক করছে -এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে সাত নারীকে আটক করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বলেন, আটকদের কুষ্টিয়া মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।