ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ফেনীতে ঢিলেঢালা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী দলটির হরতাল ফেনীতে ঢিলেঢালাভাবে চলছে।  

বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) এ হরতাল সকাল ৬টায় শুরু হলেও সাড়ে আটটা পর্যন্ত দলটির নেতাকর্মীদের কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি।

অনেকটা ঢিলেঢালাভাবেই চলেছে এ হরতাল।

প্রতিদিনের মতো সকাল থেকেই কর্মমূখর হয়ে উঠেছে শহর। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে মালবাহী কাভার্ড ভ্যান, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

শহরের ভেতরে বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, হিউম্যান হলার, রিকশাসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে খুলছে ব্যবসা প্রতিষ্ঠান। খোলা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে হরতালে নাশকতা এড়াতে পুরো জেলায় মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিবি। শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারিতে রেখেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স। রয়েছে র‌্যাবের টহল।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার বাংলানিউজকে জানান, নাশকতাকারীরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে সদা সচেষ্ঠ রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়:০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।