ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে যুবলীগের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
রাজধানীতে যুবলীগের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রামপুরায় জামায়াতের ডাকা হরতাল বিরোধী যুবলীগের মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এ সময় পাঁচ যুবলীগ কর্মী আহত হয়েছেন।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রামপুরার ডিআইটি রোড এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নিপুন (২২), আরিফ (১৮), জহির উদ্দিন (৩৫), জাহাঙ্গীর (২৮) ও সোয়েব আহমেদ (২৮)। আহতরা সবাই যুবলীগের নেতা কর্মী।

তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, যুবলীগ রইছ গ্রুপের একটি দল রামপুরায় হরতাল বিরোধী মিছিল বের করে। এসময় মিছিলটি ডিআইটি রোড এলাকায় আসলে রামপুরার ছাত্রলীগের তপু গ্রুপের একটি দল মিছিলটিতে হামলা চালায়। এসময় তারা বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, যুবলীগের মিছিল ছাত্রলীগের হামলায় ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এইদিকে রামপুরা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতা মাহবুব বলেন, হরতাল বিরোধী এই মিছিলে হামলাকারীরা ছাত্রলীগের বহিস্কৃত নেতা। তাদের এই আক্রমণে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হলেও ঢামেকে ৫ জন চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসজেএ/এজেডএস/কেএআর/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।