ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় দলীয় নেতাকর্মীর হাতে জাপা এমপি লাঞ্ছিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
বগুড়ায় দলীয় নেতাকর্মীর হাতে জাপা এমপি লাঞ্ছিত ছবি : আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) বর্ধিত সভায় নিজ দলের নেতাকর্মীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের এমপি অ্যাডভোকেট আলতাব হোসেন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায়।


 
শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়া জিলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় এ ঘটনা ঘটে।
 
দলীয় সূত্রে জানা যায়, আগামী ১২ ডিসেম্বর জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করা হয়।
 
শুক্রবার সকাল ১০টার দিকে জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের এমপি শরিফুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে সভা শুরু হয়।
 
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেত‍ারা বক্তব্য রাখেন। এরই ধারাবাহিকতায় জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন বগুড়া-৭ আসনের এমপি অ্যাভোকেট আলতাব হোসেনের নানা অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরে বক্তব্য রাখেন।
 
এরপর সভার সঞ্চালক মাইকযোগে এমপি অ্যাভোকেট আলতাব হোসেনকে বক্তব্য রাখার আহ্বান জানান। তার বক্তব্যের শুরুতেই মঞ্চের সামনে উপস্থিত নেতাকর্মীরা ধর-ধর বলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে কিছু সংখ্যক নেতাকর্মী মঞ্চে উঠে পড়েন এবং এমপি আলতাব হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি এসব বিক্ষুব্ধ নেতাকর্মীরা এমপিকে লক্ষ্য করে প্লাস্টিকের চেয়ার ছুড়ে মারেন।
 
এ সময় মঞ্চে থাকা জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর এমপি, বগুড়া-৩ আসনের এমপি নুরুল ইসলাম তালুকদার বিক্ষুব্ধ নেতাকর্মীর কবল থেকে এমপি আলতাব হোসেনকে রক্ষার চেষ্টা করেন।
 
এদিকে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এমপি আলতাব হোসেনকে উদ্ধার করে বগুড়া সার্কিট হাউজে নিয়ে যায়। পরে দলের সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম ওমর নামাজের বিরতি দিয়ে সভা মুলতরি রাখার ঘোষণা দেন।
 
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন জানান, গাবতলী উপজেলার মড়িয়া আরএমপি হাইস্কুলের সভাপতি মনোনয়নের জন্য এমপি আলতাব হোসেন তাকে ডিও লেটার দিয়েছেন। অনুরূপভাবে তিনি আওয়ামীলীগ-বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আরো তিন জনকে একইস্কুলে সভাপতি মনোনয়নের জন্য ডিও লেটার দেন। আর এভাবে তিনি প্রত্যেকটি কাজে ইচ্ছেকৃতভাবে জটিলতার সৃষ্টি করেন।
 
অপরদিকে গাবতলী ছাড়াও তার আরেক নির্বাচনী এলাকা শাজাহানপুরের চিত্রও একই রকম। সেখানেও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে একই ধরনের জটিলতা সৃষ্টি করে রেখেছেন। এছাড়া এমপি আলতাব হোসেন নিজ দলের নেতাকর্মীদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে অন্য মতাদর্শের রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুযোগ সুবিধা দিয়ে থাকেন বলে জাতীয় পার্টির এই নেতা অভিযোগ করেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।