ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শৈলকুপায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
শৈলকুপায় আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার ১৪নং আবাইপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে এ ঘটনা ঘটে।



পরে খবর পেয়ে পুলিশ এসে ১৪ রাউন্ড শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে সুমন, শাহিন, পলাশ নামে ৩ জন গুলিবিদ্ধ হয়। আহত হন
পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং কনস্টেবল হুমায়ন কবির ও শওকত আলী।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে বর্তমান ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্ল্যা ও সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মৃধার লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড গুলি ছোড়ে।

তিনি আরো জানান, ওই এলাকায় অতিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।